ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৯ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মোট ৪২ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে থেকে ৫ টি পজেটিভ এসেছে।
আক্রান্ত ব্যাক্তিদের বাড়ী কালীগঞ্জ উপজেলায় ১ জন, কোটচাদপুর উপজেলায় ১ জন, শৈলকুপা উপজেলায় ১ এবং হরিনাকুন্ডু উপজেলায় ২ জন। আক্রান্ত ৬৯ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৪১ জন। ২৮ জন চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের সবার শারীরিক অবস্থা ভাল।
এদিকে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এছাড়াও সর্বশেষ দেশে সর্বোচ্চ ৩,৪৭১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১,৫২৩ জন।
আজ শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৫ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন আরও ৫০২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৭ হাজার ২৪৯ জন।
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি