গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত ২৬ জন
নভেল করোনাভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এছাড়াও সর্বশেষ দেশে সর্বোচ্চ ৩,৪৭১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১,৫২৩ জন।
গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ১৪৩ জনে। শুক্রবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ২৬ জনের মধ্যে গাজীপুর সদরে ২ জন, কালিয়াকৈরে ৮ জন, কালীগঞ্জে ১০ জন ও শ্রীপুর উপজেলায় ৬ জন।
এনিয়ে কালিয়াকৈর উপজেলায় ২৩০ জন, কালীগঞ্জে ১৯০, কাপাসিয়ায় ১৫০, শ্রীপুর উপজেলায় ২৩৬ এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৩৩৭ জন। শুক্রবার পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৩৪৯ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২২ জন।