বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত, তিন দিন লাশ ফেরত

গুলিতে নিহত হওয়ার তিন দিন পর নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তের ওপারে ভারতীয় সীমানা থেকে উদ্ধার হওয়া দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে আটটায় দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে সন্দিপ  ও কামাল আহমেদ নামের দুই ব্যক্তির লাশ ফেরত দেওয়া হয়।

সন্দিপ পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং কামাল আহমেদ উপজেলার কাঁটাপুকুর গ্রামের বাসিন্দা। লাশ দুটি বিজিবি পোরশা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গত বুধবার রাতে উপজেলার দুয়ারপাল সীমান্তের ২৩১ নম্বর প্রধান স্তম্ভের ১০ নম্বর উপস্তম্ভের কাছে সন্দিপ, কামাল হোসেন ও মফিজ উদ্দিন  নামের তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। মফিজ উদ্দিনের লাশ সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে নীলমারী বিল এলাকায় পড়ে ছিল। সন্দিপ ও কামালের লাশ পড়ে ছিল ভারতের অংশে। ওই দুটি লাশ তুলে নিয়ে যায় বিএসএফ।

 

এ কে সাজু, নওগাঁ প্রতিনিধি