মিরপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে আগুন লাগে। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।