‘নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে’

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মধুবাগে শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচন ও স্বরস্বতী পূজা একই দিন হলেও বিষয়টি নির্বাচন কমিশনের। এখানে আমাদের কিছু করার নেই। তারা যেভাবে চাইবে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করবে।

নির্বাচন ও পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো হুমকি নেই বলেও জানান তিনি।

সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেই প্রতি বছর পহেলা জানুয়ারি সারাদেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে সাক্ষরতার হার ৭৩ শতাংশে উন্নীত হয়েছে বলেও জানান মন্ত্রী।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, প্রতিষ্ঠানটির গর্ভনিং বডির সভাপতি সুফি সুলতান আহমেদ প্রমুখ।