আজ ‘বিশ্বরঙ’ এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

১৯৯৪ সালের ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জে ‍শুভসূচনা হয়েছিল ফ্যাশন হাউজ ‘রঙ’-এর। আজ এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১৫ সালে রঙ পরিবর্তিত হয়ে পথচলা শুরু করে ‘বিশ্বরঙ’। হালের ফ্যাশনে কিংবা ট্রেন্ড এর উপর ভর করে সামনে এগিয়ে যাচ্ছেন ‘বিশ্বরঙ’। ২৫ বছর ধরে মানুষের অভিরুচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ফ্যাশনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে বিশ্বরঙের ভূমিকা অনস্বীকার্য।

ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা একাধারে একজন চিত্রশিল্পী, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার, সঙ্গীতশিল্পী, গীতিকার। তার অক্লান্ত পরিশ্রমেই বিশ্বরঙ আজ তার অবস্থানে এসে দাঁড়িয়েছে।

দেশ ও দেশীয় সংস্কৃতির এক অদ্ভুত যুগল বন্ধী রয়েছে বিশ্বরঙ এর সকল ডিজাইনে। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে বিগত ২৫ বছর ধরে নিজস্ব ডিজাইনে সকলকে দেশীয় সংস্কৃতির মাঝে আঁকড়ে রেখেছে বিশ্বরঙ।

‘বিশ্বরঙ’-এ রং-ই ডিজাইনের মূল অনুসঙ্গ। ‘বিশ্বরঙ’-এ বারো মাসই যেন ফাল্গুন লেগে থাকে।