দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো আলোচনা সভা

দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আজ শনিবার বিকেলে শিল্পকলা একাডেমি চত্বরে উক্ত আলোচনা সভার আয়োজন করে দিনাজপুর মুক্ত দিবস পালন পরিষদ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গিতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত অতিথিসহ মুক্তিযোদ্ধারা।

আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মহিলা সাংসদ জাকিয়া তাবাসসুম জুই, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

দিনাজপুর মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং ইতিহাস বিকৃতকারীদের অপতৎপরতা প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানানো হয়েছে।

 

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি