বাল্য বিয়ের অভিযোগ, কণের মাকে ৩০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরর্দী ইউনিয়নের জয়পাশা গ্রামে বাল্য বিয়ের অভিযোগে কণের মাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কণের মাকে গতকাল শুক্রবার (২২নভেম্বর) বিকাল ৫টায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের সালথা উপজেলার সজিবের সাথে বিয়ের দিন ধার্য ছিল পরমেশ্বরর্দী ইউনিয়নের জয়পাশা গ্রামের জয়পাশা ফজলুল হক একাডেমীর সপ্তম শ্রেণির পড়–য়া এক কিশোরির সাথে।

খবর পেয়ে সহকারী কমিশনার(ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিলা বিনতে মতিন কণের বাড়িতে হাজির হন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ ও কণের বাবা পালিয়ে যায়। এ সময় কণের মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছর পূর্ণ না হলে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা দেন মেয়ের মা। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিলা বিনতে মতিন।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি