গরুর প্রাণ বাঁচাতে যাত্রীবাহী বাস উল্টে ১২ জন যাত্রীর মৃত্যু

গরুর প্রাণ বাঁচাতে গিয়ে ভারতের রাজস্থানে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সূত্রমতে, শুক্রবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে রাজ্যের নাগুর শহরে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। পরে সেখান থেকে চার নারী ও এক শিশুসহ মোট ১২টি মরদেহ উদ্ধার করা হয়। তাছাড়া গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

একই দিন বিকালে রাজস্থানের শিকর জেলায় দুই গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছিল। মর্মান্তিক সেই দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়।