মোহাম্মদ (স.) কে কটূক্তির অভিযোগে হিন্দু যুবককে আটক করেছে পুলিশ

নোয়াখালীর চাটখিলে মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) যুবককে আটক করেছে চাটখিল পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম রাহুল দাস (২২)। সে সিলেট জেলার বিশ্বনাথ এলাকার ভক্ত দাসের ছেলে।

সে চাটখিলের সাহাপুর এলাকায় বোনের জামাইয়ের বাড়িতে থেকে স্থানীয় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।

স্থানীয়রা জানায়, সাহাপুর বাজারের ভূঁইয়া ক্লথ স্টোরের কর্মচারী রাহুল দাস বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে বসে মহানবী (স.) কে কটাক্ষ করে কটূক্তি করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লিরা তাকে অবরুদ্ধ করে রাখে।

তার পরপরই চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম তার ফোর্স নিয়ে এসে রাহুলকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ তাকে আটক করে নিয়ে আসার সময় উত্তেজিত জনতা বাধা দেওয়ার চেষ্টা করে। পরে মধ্যরাত পর্যন্ত হাজার হাজার মুসলমান সাহাপুর বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি শান্ত রাখতে রাতভর ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। তবে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।