টি-টোয়েন্টির পর ওয়ানডে র‍্যাঙ্কিং থেকেও সাকিবকে বাদ দিল আইসিসি

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও না জানানোয় তার বিরুদ্ধে এ শাস্তির ব্যবস্থা নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে র‍্যাঙ্কিং থেকেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম মুছে দিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সোমবার পর্যন্ত ওয়ানডে আলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন সাকিব। কিন্তু মঙ্গলবার প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তিন ক্যাটাগরির কোনটাই দেখা যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

বর্তমানে আইসিসির ওয়েবসাইটে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার হিসেবে ৩১৯ পয়েন্ট পাওয়া বেন স্টোকসকেই দেখানো হচ্ছে। এর আগেই টি-টোয়েন্টির তিন ক্যাটাগরি থেকে সাকিবকে বাদ দিয়েছে আইসিসি।

তবে টেস্ট ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে এখনও সাকিবের নাম রয়েছে। অলরাউন্ডার ক্যাটাগরিতে তিন নম্বরে রয়েছেন সাকিব। আর বোলিংয়ে ২০ এবং ব্যাটিংয়ে ৩০ নম্বরে নাম রয়েছে তার।