বান্দরবানে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নবান্ন উৎসব অনুষ্ঠিত
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। জুমের নতুন ফসল ঘরে তোলার আনন্দে বান্দরবানে খেয়াং স¤প্রদায়ের পর এবার তঞ্চঙ্গ্যা সম্প্রদায় মেতে উঠেছে নবান্ন উৎসবে।
এ উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার রেইছা সিনিয়র পাড়া এলাকায় আয়োজন করা হয় তঞ্চঙ্গ্যাদের নবান্ন উৎসব নোয়া ভাত খানা’ ২০১৯। সকালে দেব দেবীর উদ্দেশ্যে জুমের নতুন ফসল উৎসর্গের মাধ্যমে শুরু হয় তঞ্চঙ্গ্যাদের নবান্ন উৎসব। এরপর জুমচাষের সরঞ্জামাদি ও জুমের নতুন ফসল প্রদর্শন নতুন ধানের পিঠামেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় নেচে গেয়ে নবান্ন উৎসব পালন করে তঞ্চঙ্গ্যা রমনীরা। পরে জুমে উৎপাদিত বিভিন্ন ফল ফসলাদি অতিথিদের উপহার দেয় তঞ্চঙ্গ্যা নেতারা।
এ নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর সিভিল সার্জন ডা. অংশৈ প্রæ মার্মা জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ¤্রাে সাংস্কৃতিক ইনিস্টিটিউটের পরিচালক মংনুচিং সহ তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নেতারা।