গলায় ফাঁসি দিয়ে ৫ সন্তানের জননীর আত্মহত্যা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মধ্য সাদুল্ললাপুর গ্রামে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে মহসিন আলীর স্ত্রী ৫ সন্তানের জননী কোদভান বেগম (৪৫) নিজ ঘরের ধড়নার সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।
জানা যায়, সকালে সন্তানেরা ওই গৃহবধুকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায়।পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি