অপহরনের ২মাস পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পিবিআই

দিনাজপুরের বিরলে অপহরনের ২মাস পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল ঐ ছাত্রীকে হাকিমপুর উপজেলা সীমান্ত থেকে উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে মেয়েটিকে তুলে দেয়া হয় তার পরিবারের কাছে।

জানা যায়, ৪ সেপ্টেম্বর নবম শ্রেনীর ঐ পড়–য়া ছাত্রীকে পার্শবর্তী গ্রামের কোচিং সেন্টারের শিক্ষক আশুতোষ চন্দ্র রায় অপহরন করে নিয়ে যায়। আশুতোষ বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের নবকান্ত রায়ের ছেলে। পরে মেয়েটির বাবা বাদি হয়ে তার নামে মামলা করলে সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে পিবিআই মামলাটির দ্বায়িত্ব পায়। পরে তারা জানতে পারে ভারতে অবৈধভাবে আশুতোষ মেয়েটিকে নিয়ে চলে যায়। পরিবারের সহযোগিতায় সোর্সের মাধ্যমে দুই মাস পর গতকাল কৌশলে হাকিমপুরের সীমান্ত গিয়ে মেয়েটি বাংলাদেশে এলে তাকে উদ্ধার করে পিবিআই।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহেদুজ্জামান জানান, মেয়েটিকে উদ্ধার করাই মূল লক্ষ্য ছিলো। গতকাল উদ্ধারের পর ঐ ছাত্রীর মেডিকেল পরীক্ষা করানো হয়ছে। অপহরকারী শিক্ষকের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

 

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি