ভারতের রাজকোটে শুরু হয়েছে ঘূর্ণিঝড় ‘মহা’র তাণ্ডব

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে রাজকোটে এখন স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ। কিন্তু  বৈরি এ আবহাওয়ার কারণে শঙ্কার মুখে পড়েছে ম্যাচটি। 

সৌরাষ্ট্র ও পুরো দক্ষিণ গুজরাটের আবহাওয়ার পূর্বাভাসে বলেছিলো, রোহিত শর্মা বনাম মাহমুদুল্লাহদের দ্বৈরথ নাও দেখা যেতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘মহা’। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড়।

ভারতীয় আবহবিদ্যা ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল ড. মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ভয়াবহ থেকে কিছুটা কমে উত্তর-পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে সাইক্লোন মহা। গুজরাটে আঘাত হানার সময় বাতাসের গতি থাকবে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার। ৭ তারিখ ভোরে রাজকোট সহ মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব টের পাওয়া যাবে। হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাছপালা ও ফসলের ক্ষতি হবে।