পাঁচদিন পিছিয়ে বিপিএল এর নতুন তারিখ ঘোষণা 

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান পাঁচদিন পিছিয়েছে। আগের তারিখ ছিল ৩ ডিসেম্বর। নতুন তারিখ হলো ৮ ডিসেম্বর। মঙ্গলবার জানা গেছে, বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। ৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তবে তখনও জানা যায়নি, বিপিএলের উদ্বোধন ৮ তারিখ হলে, শুরু হবে কত তারিখ থেকে।

অবশেষে জানা গেছে, বিপিএলের সপ্তম আসর শুরুর তারিখ। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে জমজমাট বিপিএলের আসর। বিপিএল শুরুর পুরনো তারিখ ছিল ৬ ডিসেম্বর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। আজ বিকেলে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিপিএল আয়োজন করা হচ্ছে। এবার কোনো ফ্রাঞ্চাইজি নেই। বিপিএলের আয়োজন এবং দল ব্যবস্থাপনা সবই করবে বিসিবি। বঙ্গবন্ধুর জন্মশতাবর্ষিকী উপলক্ষে এবারের টুর্নামেন্টের নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল নামে।