আইপিএলে নতুন নিয়ম, খেলার সুযোগ পাবে একাদশের বাইরের খেলোয়াড়

আগামী আইপিএলে (২০২০) নতুন এক নিয়ম আসতে চলেছে। ইচ্ছে করলেই একাদশের বাইরে থেকে একজন খেলোয়াড় খেলিয়ে দিতে পারবে দলগুলো।

প্রস্তাবিত এই ধারণা নিয়ে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ইতোমধ্যেই নতুন এই নিয়ম অনুমোদন পেয়ে গেছে। তবে আইপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে এটা নিয়ে নতুন করে আলোচনা হবে এবং সেটা ৫ নভেম্বর মুম্বাইয়ে।

বিসিসিআইয়ের ওই কর্তা বলেন, ‘আমরা এমন একটি দৃশ্যপট তৈরি করতে চাচ্ছি, যাতে দলগুলো একাদশের নাম জানাবে না। তারা ১৫ জনের নাম দেবে এবং একজন খেলোয়াড় উইকেট পড়লে কিংবা ওভারের শেষে যে কোনো সময় বিকল্প হিসেবে মাঠে নামতে পারবে। আমরা আইপিএলে এটা চালু করব। তার আগে আসন্ন মুশতাক আলী ট্রফিতে চেষ্টা করব।’

তো কেমন হবে ব্যাপারটা? বিসিসিআইয়ের ওই কমকর্তা জানালেন, আসলে ম্যাচ বদলে দেবার ধারণা থেকেই এটা ভাবা হয়েছে। এতে করে ম্যাচের পরিস্থিতি বদলে যাবে এবং যা ভাবা যায়নি, তা-ই ঘটবে। তাতে করে সমর্থকরা আরও বেশি উপভোগ করতে পারবে।