ভারতকে গুড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে আনল বাংলাদেশ
প্রথমবারের মত ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে। বেটিংয়ে নেমে ২০ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৪৮ রান। খর্ব শক্তি ও ভাঙা মনোবল নিয়ে প্রায় অসাধ্য সাধন করল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথমবার হারিয়ে দিল ভারতকে।
খলিল আহমেদের বলে টানা দুই বলে বাউন্ডারিতে পঞ্চাশ স্পর্শ করলেন মুশফিকুর রহিম। ৪১ বলে ছুঁয়েছেন ফিফটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার পঞ্চম ফিফটি। মুশফিক আর মাহমুদউল্লার জুটি বাংলাদেশকে নিয়ে গেল বিজয়ের মুখে। ৩ বল বাকি থাকতেই মাহমুদউল্লার ছক্কায় জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ১৯ ওভার ৩বলে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৪ রান।
ম্যাচের আগমুহূর্ত পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না যে, খেলা আদৌ মাঠে গড়াবে কিনা। ভয়াবহ দূষণের মাঝেই শেষ পর্যন্ত টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট এখন বেশ ব্যাটিং বান্ধব। রোহিত শর্মাদের কত রানে আটকে রাখা যায় সেটাই এখন দেখার।
এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে আলোচিত তরুণ বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈমের। গত ডিপিএলে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৭তম ক্রিকেটার তিনি। অন্যদিকে ভারতের ৮২তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেল শিবরাম দুবের। ভারতের কোচ রবি শাস্ত্রী তাকে ক্যাপ পরিয়ে দেন।
গত কয়েকদিন ধরেই ভয়াবহ বায়ু দূষণের শিকার হয়েছে দিল্লি। আজ রবিবার ম্যাচের দিন পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৯০০ ছাড়িয়ে গেছে। ইতিমধ্যেই দিল্লিগামী ৩৭টি ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ম্যাচের ভেন্যুসহ পুরো শহরে দৃষ্টিসীমা অনেক কমে আসছে। যে কারণে ম্যাচ আয়োজন না করার দাবি জানিয়েছে খোদ ভারতীয়রাই।