শ্যামনগরে সড়ক দূঘটনায় মোটর সাইকেল চালকের মৃত্যু, আহত দুই
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে দুই জন। মৃত ব্যক্তির নাম বাবলুর রহমান(৪৭)। সে উপজেলার হায়বাতপুর গ্রামের রহমান শেখের পুত্র। আহত দুই জন হল উপজেলার বল্লভপুর গ্রামের পতিরাম মন্ডল স্ত্রী মিনতি মন্ডল(৩৫) ও তার পুত্র সুদীপ মন্ডল(১৬)।
জানা যায় সকালে বংশীপুর থেকে মুন্সিগঞ্জ অভিমুখে মোটরসাইকেল যোগে বাবলুর রহমান ভাড়ার যাত্রি মিনতি ও সুদীপকে নিয়ে যাওয়ার পথে কদমতলা গ্যারেজ সংলগ্ন যাত্রীবাহি বিআরটিসি পরিবহন (ঢাকা মেট্রো-১১-১৯২৩) মুন্সিগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা গাড়ীর সামনের দিকে চাকা খুলে মোটরসাইকেল চালক বাবলুকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
অপর দুই যাত্রী মারাত্মক আহত অবস্থায় উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায় এ ঘটনায় আরও ৮ জন যাত্রী আহত হয়েছেন।
রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি