যুবলীগ সভাপতি ফারুকের দেশত্যাগ বন্ধে বাংলাবান্ধা ইমিগ্রেশনে সতর্কতা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী যাতে দেশত্যাগ করতে না পারেন, সেই জন্য বাংলাবান্ধা স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রোববার (০৬ অক্টোবর) সন্ধ্যায় সতর্কতার বিষয়টি বাংলাবান্ধা ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

দেশে ক্যাসিনো জুয়া এবং দুর্নীতিবিরোধী অভিযান চলমান রয়েছে। এতে যুবলীগের প্রভাবশালী কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে ওমর ফারুক চৌধুরীর বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব তলব করেছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, ঢাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে তাদের কাছে মৌখিক নির্দেশনা এসেছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও ঢাকায় ক্যাসিনো জুয়ায় জড়িতে নেপালের নাগরিকরা যাতে দেশত্যাগ করতে না পারেন, তার জন্য বিশেষভাবে সতর্ক রয়েছি আমরা।

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি