সৌদি জোটের ওপর ৭২ ঘণ্টা সামরিক অভিযানের ভিডিও প্রকাশ
সৌদি জোটের বিরুদ্ধে প্রায় ৭২ ঘণ্টা ধরে চালানো সামরিক অভিযানের ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ওই অভিযানে সৌদি আরবের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কয়েক হাজার সেনা সদস্য আটক করে তারা।
যে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে তাতে সৌদি আরবের কোন এলাকায় তারা অভিযান চালিয়েছে তার যেমন বর্ণনা রয়েছে তেমনি ইয়েমেনি যোদ্ধারা সৌদি অবস্থানে যে সমস্ত গোলাবর্ষণ করছে তার দৃশ্য রয়েছে।
ভিডিওতে সৌদি সেনাদের পালিয়ে যেতে দেখা যায়। পাশাপাশি বহুসংখ্যক সামরিক যান ধ্বংস হয়ে পড়ে আছে রাস্তার আশপাশে- তাও দেখা যাচ্ছে। এ ছাড়া বহু মৃতদেহ যেখানে সেখানে পড়ে থাকতে দেখা গেছে।
আটক যোদ্ধারা জানিয়েছেন, তারা লোভে পড়ে অর্থের বিনিময়ে সৌদি আরবের পক্ষে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ইয়েমেনের রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সৌদি আরবের বিরুদ্ধে পরিচালিত অভিযানকে ‘আল্লাহর পক্ষ থেকে বিজয়’ বলে অভিহিত করেন।
২০১৫ সালের ২৬ মার্চ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে বর্বর সামরিক আগ্রাসন শুরু করার পর সৌদি সেনাদের ওপর এটি ছিল ইয়েমেনি সেনাবাহিনী ও হুথিদের সবচেয়ে বড় অভিযান।