বাবার পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তার ছেলের আত্মহত্যা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের লাইসেন্সকৃত পিস্তলের গুলিতে ছেলে সাদিক (১৭) আত্মহত্যা করেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে আজিমপুরের সরকারি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন লালবাগ বিভাগের সহকারি পুলিশ কমিশনার আলাউদ্দিন।
তিনি বলেন, বাবার (ডিসি রমনা) লাইসেন্স করা পিস্তলের গুলিতে বড় ছেলে নিহত হয়েছেন। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত সাদিক বিন সাজ্জাদ (১৭) সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শির্ক্ষাথী ছিলেন।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com