জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, ফতুল্লার একটি বাড়ি থেকে ৩ জন আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়। ওই বাড়ি থেকে এ পর্যন্ত ৩জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাবেক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদিনের ছেলে ফরিদ উদ্দিন রুমি (২৭), ফরিদের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও আরেক ছেলে জামাল উদ্দিন রফিক (২৩)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন।

জেলা পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমন জানান, ওই বাড়িতে কোনো ধরনের বিস্ফোরকদ্রব্য আছে কিনা তা নিষ্ক্রিয়করণে বোম ডিসপোজাল ইউনিট আনা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, এ বাড়িটি মূলত কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম ঘিরে রেখেছে। পুলিশ তাদের সহযোগিতা করছে।