ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কার্যালয় থেকে দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক

ঘুষের ৩০ হাজার টাকাসহ দিনাজপুর জেলা হিসাবরক্ষন অফিসারের কার্যালয়ের অডিট কর্মকর্তাসহ দুইজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার বিকেলে জেলা হিসাবরক্ষন অফিসারের কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন, জেলা হিসাবরক্ষন কার্যালয়ের অডিট কর্মকর্তা আনোয়ার পাশা এবং তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার ফেরদৌস হোসেন।

দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী খলিলুর রহমানের পেনশনের প্রাপ্ত টাকা হিসাবে গড়মিল দেখিয়ে জেলা হিসাব রক্ষন অফিস এক লাখ ২০ হাজার টাকা কম প্রদান করে। কম টাকা দেয়ার বিষয়টি নিশ্চিত হলে জেলা হিসাবরক্ষন কার্যালয়ের অডিট কর্মকর্তা আনোয়ার পাশা এবং তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার ফেরদৌস হোসেন খলিলুরের পরিবারের কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। বাধ্য হয়ে খলিলুরের পরিবার দুদক কার্যালয়ে লিখিত অভিযোগ করে।

দুদক কর্মকর্তার পরামর্শে আজ ঘুষের ৩০ হাজার টাকা ওই দুই কর্মকর্তাকে দেয়ার সময় দুদক কর্মকর্তারা তাদের হাতেনাতে আটক করেন। এবিষয়ে দুদক একটি মামলা করে তাদের আদালতে প্রেরণ করেন।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি