বিমানবন্দরে ৪৬টি দেশের মুদ্রাসহ অবৈধ ডলার ব্যবসায়ী আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬টি দেশের মুদ্রাসহ অবৈধ এক ডলার ব্যবসায়ীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরের বহিরাঙ্গনের দুই নাম্বার ক্যানোপি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের তথ্য নিশ্চিত করেছেন, বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
আটক মিন্টু নারায়ণগঞ্জ জেলান রূপগঞ্জ থানার কায়েতপাড়া গ্রামের সাদেক মিয়ার পুত্র । তাকে যাত্রী হয়রানী ও গণউপদ্রব তৈরির অভিযোগে বিমানবন্দর ম্যজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার সময় বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপির পার্কিং এলাকায় আসা যাত্রীদের কাছে ডলার লাগবে কি না জিজ্ঞেস করে আটক হন মো. মিন্টু মিয়া (৩৫) নামের ওই অবৈধ ডলার ব্যবসায়ী।
সাধারণত সহজ-সরল যাত্রীদের টার্গেট করত মিন্টু। কেউ ডলার লাগবে বললে তার কাছ থেকে টাকা নিয়ে ডলার এনে দিবে বলে পালিয়ে যেত। এভাবে ‘ডলার লাগবে’ বলে যাত্রীদের ডাকার সময় তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪৬টি দেশের মুদ্রা উদ্ধার করে আর্মড পুলিশ। সাধারণত বিভিন্ন দেশের মুদ্রা দেখিয়ে সে আস্থা অর্জনের চেষ্টা করত বলে জানা যায়।