বান্দরবানে স্কুল দপ্তরীর গলাকাটা লাশ উদ্ধার
বান্দরবানে পুকুর থেকে মং মং মার্মা নামে এক স্কুল দপ্তরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে আলীকদম উপজেলা সদরের সাবের মিয়া পাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ঐ স্কুল দপ্তরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মং মং মার্মা আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন এবং একই উপজেলার অংবাই পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার মং মং মার্মা বাসা থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে সাবের মিয়া পাড়ার পুকুরে মং মং মার্মার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, পুকুর থেকে আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মং মং মারমার গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কে বা করা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি