দিনাজপুরের আশুরার বিলের পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান আশুরার বিলে নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু। নিহতরা হলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের ছাত্র মোহাম্মদ রাফিত, সিভিল ইঞ্জিনিয়ারীং বিভাগের হাসনাত দীপ্ত ও দিনাজপুর সরকারী মহিলা কলেজের ছাত্রী ফারিয়া মৌমি।
দিনাজপুর শহর থেকে বিকালে নবাবগঞ্জের জাতীয় উদ্যানে ঘুরতে যায় এই শিক্ষার্থীরা। উদ্যানের পাশে আশুরার বিলের নৌকায় ৫জন শিক্ষার্থী ওঠে। ভ্রমনের এক সময় নৌকাটি পানিতে উল্টে যায়।
স্থানীয়দের নজরে এলে পানিতে নেমে ধ্রুত তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিন শিক্ষার্থী রাফিত, দীপ্ত ও ফারিয়াকে মৃত ঘোষনা করেন। অপর দুই আহত শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।
অপরদিকে নবাবগঞ্জ থানার ওসি শুব্রত কুমার সরকার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি