চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে চালানো হতো নির্মম নির্যাতন
রাজধানীর কমলাপুর রেল স্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব-৩ এর একটি দল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে টর্চার সেলের সন্ধান পাওয়া যায়।
ওই টর্চার সেল থেকে শরীরে বৈদ্যুতিক আঘাত (ইলেকট্রিক শক) দেওয়ার ডিজিটাল যন্ত্র, লাঠি, দুটি গুলিসহ অনেক যন্ত্রপাতি উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হতো। শুধু তাই নয়, নির্যাতনের সময় শরীরে দেওয়া হতো বৈদ্যুতিক আঘাত।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com