দিনাজপুরের রেলওয়ের উচ্ছেদ অভিযান

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ের অবৈধ বেদখলে থাকা সম্পত্তির উদ্ধার অভিযানে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সকাল থেকে জেলার একমাত্র ও উত্তরবঙ্গের সবচেয়ে বড় রেলওয়ে জংশন পার্বতীপুর রেলস্টেশনের ১২৬ একর জমি উদ্ধারের লক্ষে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

এ সময় বেদখলে থাকা দুই শতাধীক দোকান ও বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। ডিভিশনাল ষ্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান উক্ত উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন। এসময় তিনি বলেন পার্বতীপুর রেলওয়ে জংশনের মোট ৮শ একর সম্পত্তির মধ্যে ১২৬ একরের বেশি বেদখলকৃত সকল সম্পত্তি পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

আজ থেকে এ অভিযান চলবে। স্টেশন চালু হওয়ার পর থেকে এই ধরনের উচ্ছেদ অভিযান আগে কখনো হয়নি বলেও তিনি জানান।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি