অধিনায়কত্ব থেকে অবসর নিতে চান সাকিব!

অধিনায়ক হিসাবে নতুন কাউকে দেখতে চান এমন কথা আফগানিস্তানের বিপক্ষে এক মাত্র টেস্ট ম্যাচের আগেই বলেছিলেন টাইগার দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

এবার সেই কথা আবারো পুনরাবৃত্তি করলেন, ‘আমি অধিনায়কত্ব করতে চাই না।’আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হারের পর এমনটাই জানিয়েছেন তিনি।

নেতৃত্ব নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয়, যদি আমি অধিনায়ক না থাকি তবে সেটাই ভালো হবে। আমার দিক থেকে দেখলে, এটা আমার ক্রিকেটের জন্য ভালো হবে। আর যদি আমাকে নেতৃত্ব দিতেই হয়, তবে অনেক কিছু নিয়েই আলোচনা করার আছে।’

এর আগে দেশের একটি শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাতকারে সাকিব বলেছিলেন, ‘টেস্ট এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই আমি। তবে দল যেহেতু ভালো অবস্থায় নেই, বুঝতে পারছি আমাকে এখানে নেতৃত্ব দিতে হবে। না হলে, আমি কোনো ফরমেটেই নেতৃত্ব দিতে আগ্রহী নই। যদি আমি নেতৃত্ব না দেই, নিজের খেলাটার ওপর মনোযোগ দিতে পারব, যেটা দলের জন্য ভালো হবে।’