সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর মৃত দেহ উদ্ধার

শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইছাকুড় ঈদগাহ’র পিছনে ধান ক্ষেতের পাশ থেকে এক অজ্ঞাত যুবতি নারীর মৃতদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। মেয়েটির বয়স অনুমান ২৮ থেকে ৩০ বছর হবে।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল ১০ টার দিকে স্থানীয় কৃষকরা জমিতে ধান রোপণের সময় এক যুবতীর মৃতদেহ দেখতে পান। এসময় তারা মুঠোফোনে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর গাজীকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে পৌঁছে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, মেয়েটির গলায় দাগ পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। লাশের এখনও কোন পরিচয় পাওয়া যায়নি।

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি