মোদির মুখে হিন্দি শুনে ঠাট্টায় মজলেন ট্রাম্প!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইংরেজিতে তেমন পারদর্শী নন। দেশে সবসময়েই হিন্দিতেই বাতচিত করেন। বিদেশে সফরের সময়ও খুব প্রয়োজন ছাড়া তিনি ইংরেজি বলতে চান না। এ নিয়ে সোমবার জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসির পাত্র হলেন মোদি।

জি-৭ সম্মেলনে সাইডলাইনে বৈঠক করেন মোদি ও ট্রাম্প। তারা কাশ্মীর সঙ্কটসহ আন্তর্জাতিক ও বাণিজ্যের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় হঠাৎ সাংবাদিকদের উদ্দেশে মোদি হিন্দিতে বলে উঠেন, ‘আমার মনে হয়, এখন আমাদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। বলার মতো কিছু যদি থাকে, তাহলে নিশ্চয়ই সবাইকে সে বিষয়ে সবাইকে পরে জানানো হবে।’

মোদির হিন্দি শুনে বেশ মজা পান ট্রাম্প। তিনি মোদিকে দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘উনি (মোদি) আসলে ভালোই ইংরেজি বলেন, এখন কেবল বলতে চাচ্ছেন না, এই-ই যা।’

কিছুদিন আগে করবেট পার্কে ডিসকভারি চ্যানেলের জন্য একটি অনুষ্ঠান করতে গিয়ে মোদি ওই অনুষ্ঠানের সঞ্চালক বিয়ার গ্রিলের সঙ্গেও হিন্দিতেই কথা বলেছিলেন।