ফরিদপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচী খুন, আটক-১

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভাতিজার ছুরির আঘাতে চাচীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় এজাহারভুক্ত আসামি জরিনা বেগমকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে আজ শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয় হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা ফজর শেখের (৩৫) ছুরির আঘাতে চাচী লিলি বেগমের (৫৫) মৃত্যু হয়। সে ওই গ্রামের আকরাম শেখের স্ত্রী। তার ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে।

ওই দিন বিকেলে ফজর শেখ তার বাবা দরবেশ শেখের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় তার চাচি লিলি বেগম তাদের নিবৃত করতে গেলে ফজর শেখ লিলি বেগমের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ভাতিজা ফজর শেখ পলাতক রয়েছে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে লিলি বেগমের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আলফাডাঙ্গা থানা পুলিশ আজ শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাবে। এ ঘটনায় লিলি বেগমের স্বামী আকরাম শেখ বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ফজর শেখ (৩৫) ও তার স্ত্রী জরিনা বেগমকে (২৫) আসামি করে আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর -০৫।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, জমিজমা বিরোধ ও পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। এজাহারভুক্ত আসামি জরিনা বেগমকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয় হয়েছে।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি