নো বলের নতুন নিয়ম করলো আইসিসি

বর্তমানে আম্পায়ারিং নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। আম্পায়ারের মান এতোটা খারাপ হচ্ছে যে নতুন নিয়ম করতে বাধ্য হলো আইসিসি।

এখন থেকে নো বলের কোনো সিদ্ধান্ত অনফিল্ড আম্পায়ার দেবেন না। তা প্রদান করবেন টিভি আম্পায়ার। আপাতত পরীক্ষামূলকভাবে এটি চালু করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) জিওফ অ্যালারডাইস বলেন, ২০১৬ সালে নো বল নিয়ে একটি পদ্ধতি চালু করা হয়েছিল।

সেটি আবার ফিরিয়ে আনা যায় কিনা তা দেখা হচ্ছে। নো বলের ক্ষেত্রে বোলারের পায়ের দিকে নজর রাখবেন তৃতীয় আম্পায়ার। বোলিংয়ের সময় তার পা পড়ার ছবি কয়েক সেকেন্ডের মধ্যে টিভি আম্পায়ারের কাছে চলে যাবে। মাঠের আম্পায়ারকে তিনি জানাবেন সেটি নো বল ছিল কিনা।