মাশরাফির বিদায়ী ম্যাচ, কোটি ব্যয়ে আনা হচ্ছে জিম্বাবুয়রকে!

জিম্বাবুয়ের বিপক্ষে ২০০১ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। তাই তাঁর বিদায়ী ম্যাচটাও জিম্বাবুয়ের বিপক্ষেই দিতে চাই বিসিবি। সেই কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়েকে কোটি টাকার অফার করেছে বিসিবি।

মাশরাফির বিদায়ী ম্যাচ প্রসঙ্গে বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন  জানিয়েছেন, মাশরাফির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ হবে দেশের মাটিতে। যাতে করে নিজ দেশ, জাতি, চেনা জানা পরিবেশ আর ভক্ত, সমর্থক, সুহ্রদ, শুভানুধ্যায়ী সবার সামনেই আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারেন তিনি।

আর সে কারণেই জিম্বাবুয়েকে ঢাকায় আনতে বদ্ধ পরিকর বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেশ আস্থা ও দৃঢ়তার সাথে জানিয়েছেন জিম্বাবুয়ে আসবে। আইসিসির নিষেধাজ্ঞা তাদের বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিয়ে খেলতে আসায় কোন বাধা হবে না।

চলতি বছরের সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজনের কথা বিসিবির। সেই সিরিজে মাশরাফিকে বিদায়ের জন্য কিছু ওয়ানডে ম্যাচ খেলার কথা ভাবছে বিসিবি। তবে এই বিষয়ে এখন জিম্বাবুয়ে কোন সিন্ধান্ত জানায়নি।