দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগির মৃত্যু, ভর্তি আরও ৪৭ জন
দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এই প্রথম আজ ভোর ৫টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিউল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত রবিউলের ঠাকুরগাও জেলার রানিসংকৈইলে এলাকার নূরুল ইসলামের পুত্র।
সে গত ৩০ জুলাই দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হয়। সে ঢাকা থেকে জ্বর নিয়ে ঠাকুরগাও তার নিজ বাড়িতে ফিরে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে এলে তার ডেঙ্গু রোগ ধরা পরে।
দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১জন শিশু ও ৮ জন নারীসহ ডেঙ্গু রোগির ভর্তি আছেন ৪৭ জন। এই পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু রোগে মোট চিকিৎসা নিয়েছেন ৯০জন। বাকি ৪৩জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গু আক্রান্ত এই হাসপাতালে ভর্তি রোগীদের সবাই ঢাকায় যাতায়াতকারী।
অনেকে ঢাকার হাসপাতাল গুলোতে জায়গা না পেয়ে নিজ জেলায় ফিরে এসেছেন। আবার অনেকে জ্বরে নিয়ে আসার পর জানতে পেরেছেন সে ডেঙ্গু রোগে আক্রান্ত।
হাসপাতালের পরিচালক ডা. আবু মোঃ খয়রুল কবীর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি