আসন্ন বিপিএলে সব দলের ক্রিকেটারের সঙ্গেই চুক্তি বাতিল

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসর শুরুর আগেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে। যারমধ্যে সবচেয়ে বড় আলোচিত ইস্যু সাকিব আল হাসানের রংপুর রাইডার্সে যোগ দেয়া। বিপিএলের নিয়ম অনুযায়ী, এক দলে দুইজন আইকন থাকতে পারবে না। গুঞ্জন উঠেছে গত দুই আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেয়া মাশরাফির সঙ্গে আলোচনা না করেই সাকিবকে দলে টেনেছে রংপুর। 

এই প্রসঙ্গে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়ে দেন, সাকিবের সঙ্গে নিয়মবহির্ভুতভাবে চুক্তি করেছে রংপুর।

৮ দল নিয়ে হবে সপ্তম আসর। আর আসন্ন আসরের জন্য নতুন করে প্লেয়ার ড্রাফট হবে।

সে হিসেবে গত আসরে দলগুলো ক্রিকেটারদের সঙ্গে যে চুক্তি করেছে তা বাতিল হয়ে যাবে। কেউ কোনো ক্রিকেটারকে রিটেইন (রেখে দিতে) করতে পারবে না। সবাইকে ছেড়ে দিয়ে নতুন করে খেলোয়াড় কিনে দল সাজাতে হবে।

বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেন, বিসিবির সঙ্গে এখনো কারো চুক্তি হয়নি। তারা যেটা করেছে বিসিবির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিলে সঙ্গে। এটা নিয়ে তাদের সাথে বিসিবির পক্ষ থেকে আলোচনা করারও দরকার নেই। আপনার সাথেই যদি চুক্তি না থাকে, আপনি যা কিছুই করেন সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না।