ভিআইপির ডিউটির জন্য পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স, প্রাণ গেল ছাত্রের
অ্যাম্বুলেন্সের অভাবে মারা গেলো তথ্যপ্রযুক্তির এক ছাত্র। ভারতের হায়দরাবাদের বিজয়ওয়াড়ায় এ ঘটনা ঘটে। হায়দরাবাদের বিজয়ওয়াড়া শহরের এক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার পরই ওই ছাত্র হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে বিজয়ওয়াড়া সরকারি হাসপাতালে রেফার করা হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত পরিবারের লোকদের অভিযোগ, জরুরি সেবার জন্য ১০৮ নম্বরে ফোন করে পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স।
ফোন করা হলে তারা জানায়, রাজভবনে রাষ্ট্রপতি কনভয়ের জন্য ভিভিআইপি ডিউটির জন্য অ্যাম্বলেন্স পাওয়া যায়নি। তার জেরে অসুস্থ ওই ছাত্রকে বিজয়ওয়াড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।
পরিবার আরো অভিযোগ করেণ, হাসপাতালের কর্মীদের কাছে হাতজোড় করলেও তারাও ফিরিয়ে দেন। ভিভিআইপি সেবার জেরে পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স, যার জেরে অকালে প্রাণ হারালো আইআইটির এই ছাত্র।