ফরিদপুরে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবার ঘোষণা

ফরিদপুরে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক মালিক সমিতি। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) শহরের নিলটুলী এলাকার বেসরকারি হাসপাতাল আরোগ্য সদনের সম্মেলনকক্ষে এক প্রেসব্রিফিংয়ে এমন ঘোষণা দেওয়া হয়।

এ সময় ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ এনামুল হক, আরোগ্য সদনের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন বাবর, জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. করমউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, ডেঙ্গু রোগী চিকিৎসা ব্যয়বহুল। তাই আমরা মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিক পরীক্ষা, চিকিৎসক ফি এবং বেডের ভাড়া না নিয়ে অর্থাৎ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি