দিনাজপুর হাসপাতালে ২শিশুসহ ডেঙ্গু আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ৩০
দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশু ও এক নারীসহ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩০ জনে। এই পর্যন্ত ডেঙ্গু রোগে মোট চিকিৎসা নিয়েছেন ৩৬জন। বাকি ৬জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
ডেঙ্গু আক্রান্ত এই হাসপাতালে ভর্তি রোগীদের সবাই ঢাকায় যাতায়াতকারী। এদের মধ্যে রয়েছেন শিশু, নারী, ছাত্র, চাকুরীজীবী ও ব্যবসায়ী। ঢাকা থেকে আসার পর জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে এসে রক্ত পরীক্ষা করে জানতে পারেন তারা ডেঙ্গু আক্রান্ত।
এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোঃ সাহাদত হোসেন জানান, এখানে ভর্তি ডেঙ্গু আক্রান্তরা সকলেই ঢাকায় যাতায়াতকারী। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য বিশেষ ব্যাবস্থা নেয়া হয়েছে। তাদে পৃথক তিনটি পৃথক ওয়ার্ডের ব্যবস্থাসহ হাসপাতাল থেকে মশারী প্রদান করা হয়েছে এবং সার্বক্ষনিক চিকিৎসকদের সজাগ থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা নিরিক্ষাসহ সকল চিকিৎসা বিনামূল্যে দেয়া হচ্ছে।
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি