ঘুষসহ দিনাজপুর গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আটক

দিনাজপুর গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে ৬০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করে দূর্নীতি দমন কমিশন (দুদক)।

ঘুষসহ দিনাজপুর গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আটক

রবিবার রাত সাড়ে ৮টায় গৃহায়ন কার্যালয় থেকে তাকে আটক করা হয়। দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন ও উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ উপশহরের একটি বাড়ি বরাদ্দের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে নাজমাতুন নাহারের কাছে।

সব কাগজ পত্র ঠিক থাকলেও দির্ঘ্য দেড় বছর থেকে তাকে হয়রানী করে আসছিলো। হয়রানি ও ঘুষের বিষয়টি ভূক্তভোগী সেই নারী দিনাজপুর দুদক কে অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে গৃহায়ন কর্তৃপক্ষের অফিসে নাজমাতুন নাহার ঘুষের ৬০হাজার টাকা দিতে গেলে দুদক নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে হাতে নাতে গ্রেপ্তার করে। দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আহসান কবির পলাশ বাদী হয়ে আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের শেষে  সংশ্লিষ্ট থানায় প্রেরণ করেন।

 

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি