নান্নু ও বাশারের সাথে নতুন চুক্তি করেছে বিসিবি

ইংল্যান্ড বিশ্বকাপে চরম ব্যর্থতার জন্য প্রধান নির্বাচকের পদসহ পুরো নির্বাচক প্যানেলেই রদবদল আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন গুঞ্জনে বেশ কয়েক দিন ধরে  বিসিবি পাড়ার বাতাস ভারি ছিলো। কিন্তু সেই গুঞ্জন গুঞ্জনই রয়ে গেল।

আজ শনিবার বিসিবির বোর্ড পরিচালকদের সভা শেষে জানিয়ে দেওয়া হয়েছে,  নির্বাচক প্যানেলে কোনো পরিবর্তন আনেনি বিসিবি। প্রধান নির্বাচক পদে মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক কমিটির সদস্য হিসেবে হাবিবুল বাশার সুমনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বোর্ড।

নির্বাচকদের বিষয়ে পাপন বলেন, ‘বর্তমান প্যানেলের ওরা তো ভালোই করছে। পরিবর্তনের তো কারণ নেই। তাদের সঙ্গেই চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’