‘সারা দেশে চলাচল করছে ফিটনেসবিহীন চার লাখেরও বেশি যানবাহন’

সারা দেশে ফিটনেসবিহীন চার লাখ ৭৯ হাজার ৩২০টি যানবাহন চলাচল করছে এমনটি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। মঙ্গলবার এই সংখ্যা উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২৪ জুন হাইকোর্টের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে বিআরটিএ’র আইনজীবী অ্যাডভোকেট রাফিউল ইসলাম মঙ্গলবার এ প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই যানবাহনগুলোর নিবন্ধন থাকলেও সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

এদিকে, আজ শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেবেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাবিবুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

প্রতিবেদন অনুসারে, ফিটনেসবিহীন যানবাহনগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিভাগে দুই লাখ ৬১ হাজার ১১৩টি, চট্টগ্রাম বিভাগে এক লাখ ১৯ হাজার ৫৮৮টি, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২৪০টি, রংপুর বিভাগে ছয়  হাজার ৫৮৮টি, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৬৮টি, সিলেট বিভাগে ৪৪ হাজার ৮০৫টি এবং বরিশাল বিভাগে পাঁচ হাজার ৩৩৮টি।