দিনাজপুরে এইচ.এস.সি পরীক্ষায় মোট পাশের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচ.এস.সি পরিক্ষার ফলাফলে। এই বোর্ডে এবার মোট পাশের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ। যার মধ্যে ছেলেদের পাশের হার ৬৮ দশমিক ৩৭ ও মেয়েরা ৭৫ দশমিক ৩৯ শতাংশ।

গতবছর (২০১৮) পাশের হার ছিলো ৬০ দশমিক ২১ শতাংশ। দিনাজপুর বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৪হাজার ৪৯জন শিক্ষার্থী যার মধ্যে ২হাজার ২৭২জন ছাত্র এবং ১হাজার ৭৭৭জন ছাত্রী। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে ৮টি জেলার ৬৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১লক্ষ ২৬হাজার ৩৭৯জন।

এবার পাশ করেছে মোট ৮৯হাজার ২৩৩জন। দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজ শিক্ষার্থীরা ফলাফল ভাল করায় তাদের আনন্দ উল্ল্যাস ছিল লক্ষ্য করার মত। প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১০৪জন।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি