পশ্চিম সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ সহ দুই শিকারী আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নদীতে মাছ ধরার অনুমতি নিয়ে গোপনে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় দুই শিকারীকে হাতেনাতে আটক করেছেন সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা।

বনবিভাগ সুত্রে প্রকাশ রোববার ভোর ৬ টার দিকে গহিন সুন্দরবনে ৫৭ নং কম্পার্টমেন্টের আওতায় চালিতাবুনিয়া খাল এলাকা থেকে ওই দুই শিকারীকে আটক করা হয়। আটককৃত দুই শিকারী হলো মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের আয়ুব গাজীর ছেলে রহিম গাজী ও একই গ্রামে রফিকুল গাজীর ছেলে সুমন গাজী।

কদমতলা বন স্টেশন কর্মকর্তা এসও নুর আলম জানান, কদমতলা বন অফিস হতে সপ্তাহ খানেক আগে ওই দুই জেলে মাছ ধরার অনুমতি নেয়। কিন্তু তারা ফাঁদ পেতে হরিণ শিকার করছে এমন খবর গোপনে জানতে পেরে স্মার্ট পেট্রলটিমের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময়ে ২টি নৌকা, ১৪ টি হরিণ শিকারের ফাঁদ ও জাল সহ দুই শিকারীকে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে স্টেশন কর্মকর্তা নূর আলম জানান বন আইনে শিকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি