পলাশীতে রাস্তা অবরোধ করেছে ঢাবি শিক্ষার্থীরা, পরিবহন প্রবেশ নিষেধ

পলাশী মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কম্প্যাসে গণপরিবহন প্রবেশ নিয়ন্ত্রণ করছেন সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) সকাল ৬টা থেকে রাস্তাটি বন্ধ করে রেখেছেন তারা। এই রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে কোনও পরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও এসএম হলের আবাসিক ছাত্র ইশতিয়াক আহমেদ বলেন, ‘এই রাস্তা দিয়ে অনেক গণপরিবহন প্রবেশ করে। ফলে আমরা ঝুঁকিতে থাকি। এর আগেও এ বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানিয়েছি। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। তাই আমরা আজ রাস্তা অবরোধ করে রেখেছি। সারাদিন আমাদের অবরোধ কর্মসূচি চলবে। আমাদের দাবি, রাস্তার ওপরে বার নির্মাণ করতে হবে; যাতে উঁচু পরিবহন ক্যাম্পাসে ঢুকতে না পারে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষার্থীরা গণপরিবহন নিয়ন্ত্রণ করার জন্য অনেক দিন থেকে বলে আসছেন৷ আমরাও বড় যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করছি৷ সামনে ক্যাম্পাসে উঁচু গাড়ি নিয়ন্ত্রণে স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা আছে আমাদের৷’