ভারী বর্ষণে সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ

ভারী বর্ষণে সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। টানা ৫ দিনের ভারী বর্ষন অব্যাহত থাকায় পাহাড়ী ঢলের পানিতে সাতকানিয়ার বাজালিয়ার বড়দুয়ারা এলাকায় পানি উঠে সড়ক ডুবে যায়। এতে সারা দেশের সাথে বন্ধ হয়ে যায় বান্দরবানের সড়ক যোগাযোগ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে জন সাধারণ।

গতকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করলেও মঙ্গলবার সকাল থেকে পানি অতিরিক্ত বেড়ে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। নৌকা ও ভ্যানে করে মানুষ পাড় হচ্ছে। বান্দরবান বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ঝুন্টু দাশ বলেন বান্দরবান চট্টগ্রাম সড়কে পানি উঠায় বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পানি না কমা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এদিকে টানা বৃষ্টির কারনে পাহাড় ধ্বসের আশঙ্কায় ঝুকিপূর্ন ভাবে বসবাসকারী ৬৫০টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে প্রশাসন।

সোমবার সকালে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে বান্দরবান পৌরসভায় ৩২টি আশ্রয় কেন্দ্রে ৪০০টি পরিবার বান্দরবান সদরে ৫০ টি পরিবার ও লামা উপজেলায় ২০০ টি পরিবার কে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও এখনো ঝুকিতে বসবাস করছে প্রায় ১৯২৩ পরিবার। ইতোমধ্যে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় সাঙ্গু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। এমনকি বিভিন্ন সড়কে মাটি ধ্বসে সাময়িক যান চলাচলও বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় রুমা ও থানচিতে পর্যটক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে প্রশাসন।

এদিকে দূর্যোগ কালীন পরিস্থিতি মোকালোয় প্রশসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক দাউদুল ইসলাম। তিনি আরও বলেন, পাহাড় ধ্বসের ঝুকিতে বসবাসকারী অনেক পরিবারকে আশ্রয় কেন্দ্রে সড়িয়ে নেয়া হয়েছে। বিভিন্ন সড়কে মাটি পড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে তবে আমরা মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। এখনো যারা নিরাপদ আশ্রয়ে সরে যায়নি তাদের আমরা জোর করে সরিয়ে দিবো। এ পর্যন্ত ১২৬ টি আশ্রয় কেন্দ্র খুলেছি। প্রয়োজন হলে আশ্রয় কেন্দ্রেল সংখ্যা আরো বাড়াবো।

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি