নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জন আসামি আদালতে
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জন আসামিকে আদালতে নেয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে তাদের আদালতে নেয়া হয়। মামলার সাক্ষী ফার্মেসি মালিক জহিরুল ইসলাম, হল পরিদর্শক বেলায়েত হোসেনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
এদিকে নুসরাতকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ্দোলার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত।
আগামী ১৭ জুলাই তার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হবে। পিবিআই এ অভিযোগপত্র দাখিল করেন নিম্ন আদালতে।
আগামীকাল ১০ জুলাই নুসরাতের মা শিরিন আকতার শিক্ষক আবুল খায়ের আদালতে সাক্ষ্য দিবেন। এ পর্যন্ত ১১ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। আদালতের বিচারক মামুনুর রশীদ আগামীকাল পর্যন্ত আদালত মূলতবি ঘোষণা করেছেন।