নির্ধারিত সময়ে পাসপোর্ট ও বিমানের টিকিট না পাওয়ায় হজ ক্যাম্পে হট্টগোল
নির্ধারিত সময়ে পাসপোর্ট ও বিমানের টিকিট না পাওয়ায় হজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে হজযাত্রীদের বাকবিতণ্ডা হয়েছে।শুক্রবার (৫ জুলাই) রাতে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এ হট্টগোল বাধে। সরকারিভাবে এবার হজে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।
আজ শনিবার দুপুর ২টার দিকে বিজি-০০৭ ফ্লাইটে তাদের সৌদি আরব যাওয়ার কথা। এ জন্য গতকাল বিকালেই তারা আশকোনা হজক্যাম্পে পৌঁছান।
সন্ধ্যা ৭টার দিকে তাদের পাসপোর্ট ও বিমানের টিকিট দেওয়ার কথা থাকলেও রাত সাড়ে ৮ পর্যন্ত অধিকাংশই কাঙ্খিত টিকিট-পাসপোর্ট হাতে পাননি। হজযাত্রী এনবিআরের এক কর্মকর্তা বলেন, দেরিতে পাসপোর্ট-টিকিট দেওয়ার বিষয়ে জানতে রাত সাড়ে ৮টার দিকে গিয়েছিলাম হজক্যাম্পের সেলস সেন্টারে।
সেখানে কর্তব্যরত সেলস কর্মকর্তা মো. রানা প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন, বলেন, টিকিট দেওয়ার যে টাইম বেধে দেওয়া হয়েছে, সেটি মানতে আমি বাধ্য নই। পারলে কিছু করেন। তার এমন কথা শুনে উপস্থিত হজযাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় সেলস সেন্টারের কর্মকর্তারাও উত্তেজিত হয়ে উঠলে হট্টগোল বেধে যায়। পরে হজ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সেলস কর্মকর্তাদের নিবৃত করেন।