আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শোয়েব মালিক
গতকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে না নামলেও খেলা শেষে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শোয়েব মালিক।
৩৭ বছর বয়সী মালিক গত বছরই জানিয়েছিলেন যে বিশ্বকাপের পরেই তিনি একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন। ২০১৯ সালে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে মাত্র ৩টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। করেছেন মাত্র ৮ রান। যার মধ্যে দুটি ম্যাচে শূন্য রানে আউট হন।
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও পাকিস্তানের হয়ে আরও কিছুদিন টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যেতে চান মালিক। আগামী ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছেও পোষণ করেছেন।
১৯৯৯ সালে একদিনের ক্রিকেটে অভিযেক হওয়া শোয়েব ২৮৭ টি একদিনের ম্যাচ খেলে করেছেন ৭৫৩৪ রান। এর মধ্যে ৯টি সেঞ্চুরি আর ৪৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। নিয়েছেন ১৫৮টি উইকেটও।